Date: December 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / তরুনদের নিয়ে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

তরুনদের নিয়ে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

June 27, 2024 07:32:05 PM   স্টাফ রিপোর্টার
তরুনদের নিয়ে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
‘ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখীর ঝড়! তোরা সব জয়ধ্বনি কর!’ ‘প্রলয়োল্লাস’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম এভাবেই নতুনকে কেতন ওড়ানোর আহ্বান জানিয়েছেন। যুগে যুগে যত সাফল্য অর্জিত হয়েছে তার মধ্যে এই তারুণ্যের অবদান শুধু উল্লেখ যোগ্যই নয় বরং তা জয় ছিনিয়ে আনার জন্য সব থেকে বড় কোরবানি দেবার নজির স্থাপন করেছে। ইতিহাসের পাতায় এমনকি স্বয়ং স্রষ্টার কাছেও এই তারুণ্যের কোরবানি সবচেয়ে শ্রেষ্ঠ কোরবানি হিসেবেই পরিগণিত। এমনই তারুণ্যের তাজা রক্তের উচ্ছাসের তীব্র গতিকে চাইলে যে কোনো দিকেই কাজে লাগানো যায়। হোক সেটা সঠিক অথবা ভুল পন্থায়, ডানে বা বামে।

সেই তারুণ্যের শক্তিকেই ব্যবহার করে মানবতার কল্যাণে উৎসর্গের মাধ্যমে যেন এই মানুষ নামক জাতির জন্য কল্যাণ বয়ে আনা যায় সে লক্ষ্যে তরুনদের নিয়ে আলেয়াচনা সভা করেছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। দুই দিন ব্যাপি আলোচনা সভার প্রথমদিন বৃহস্পতিবার  “ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য- বিজয়ের মূলমন্ত্র” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তরুণদের নানা দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।

নোয়াখালী জেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের শহীদী জামে মসজিদের কনফারেন্স হলে তরুণদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির এনামুল হক বাপ্পা।

img-0457-2.JPG

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের এমাম বলেন, তারুণ্যই প্রতিটি জাতির মূল চালিকা শক্তি এবং ভবিষ্যত সম্ভাবনার একমাত্র হাতিয়ার। তাদেরকে সঠিক পথের দিশা প্রদান করলে কখনই এই তারুণ্যের শক্তি মানবতার বিরুদ্ধে, ভুল খাতে প্রবাহিত হবে না। এই তারুণ্যই পারে তাদের অদম্য ইচ্ছা শক্তি ও মানসিকতাকে কাজে লাগিয়ে জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে, জাতিকে সঠিক পথে পরিচালিত করতে এবং ভুল শুধরে স্রষ্টার পথে ফিরিয়ে আনতে। আর তাই তোমাদেরকে একা ঐক্যহীন হলে হবেনা। তোমাদেরকে অবশ্যই আল্লাহর প্রিয় হাবিবের দেখানো পথেই ঐক্য, শৃঙ্খলা ও আনুগত্যের বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করতে হবে। যেন এই তারুণ্যের সমস্ত শক্তিকে একসাথে করে সমাজে প্রচলিত সমস্ত অন্যায়, পাপাচার, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভুল সুধরে সঠিক ও শান্তির দিকে ফিরিয়ে আনা যায়। সমাজ স্রষ্টার দেয়া ইসলামের সেই সানা থেকে হাদরামাউত পর্যন্ত একজন সুন্দরী নারী একা হেটে যাবার ও তার ভয় না থাকার মতো নিরাপত্তা পায়, স্বর্ণের দোকান ফেলে নামাযে যাবার মতো নিশ্চয়তা পায়, দরজা খুলে ঘুমানোর মতো অনাবিল নিশ্চিন্ত শান্তির পরিবেশ পায়।

এছাড়াও উক্ত আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দীন, ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহাবুব আলম মাহফুজ,  হেযবুত তওহীদের সহকারী সাহিত্য সম্পাদক রাকিব আল হাসান লিহি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুল ইসলাম মনির।