Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ত্রিপলিতে বাংলাদেশি কমিউনিটি স্কুল-কলেজ পরিদর্শন করলেন রাষ্ট্রদূত

ত্রিপলিতে বাংলাদেশি কমিউনিটি স্কুল-কলেজ পরিদর্শন করলেন রাষ্ট্রদূত

November 12, 2023 10:39:05 AM   স্টাফ রিপোর্টার
ত্রিপলিতে বাংলাদেশি কমিউনিটি স্কুল-কলেজ পরিদর্শন করলেন রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার:
লিবিয়ার রাজধানী ত্রিপলির বাংলাদেশি কমিউনিটি স্কুল ও কলেজ পরিদর্শন ক‌রে‌ছেন লি‌বিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।

আজ রোববার (১২ নভেম্বর) ত্রিপলির বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন তিনি।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত স্কুল ও কলেজের কার্যকরী পরিষদ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেশীয় কারিকুলামে পড়ালেখার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে কমিউনিটি স্কুলের প্রয়োজনীয়তা তুলে ধরেন রাষ্ট্রদূত। এ সময় তিনি স্কুল ও কলেজ পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন।

এছাড়া রাষ্ট্রদূত আগামীতে স্কুলের সামগ্রিক উন্নয়নে তার বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।