Date: January 06, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / তাসনিয়া ফারিণ গুরুতর আহত হয়ে হাসপাতালে

তাসনিয়া ফারিণ গুরুতর আহত হয়ে হাসপাতালে

December 03, 2022 07:45:16 PM   বিনোদন প্রতিবেদক
তাসনিয়া ফারিণ গুরুতর আহত হয়ে হাসপাতালে

রাজধানীর একটি শপিংমলে বাবার সঙ্গে কেনাকাটা করতে গিয়ে আহত হয়েছেন এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  গুরুতর আহতাবস্থায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর কুড়িল এলাকার একটি বিপণিবিতানের চলন্ত সিঁড়িতে আহত হন তিনি।  

বাবার সঙ্গে বিপণিবিতানের নিচতলা থেকে দোতলায় উঠতে গিয়ে চলতি সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে। তখন তার সঙ্গে অভিনেত্রীর বাবাও ছিলেন। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে। এতে রডটি তার পায়ের মাংসে ঢুকে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার। দুর্ঘটনার পর অভিনয়শিল্পীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়।

এ দুর্ঘটনার পর খবর পেয়ে ছোট পর্দার কয়েকজন পরিচালক সেখানে হাজির হন। তাদের একজন পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, আমি এখন হাসপাতালে আছি। বেশ গুরুতর আহত হয়েছেন ফারিণ। দুই পায়েই আঘাত লেগেছে, ক্ষত হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে। তবে এখন ভালো আছেন তিনি।  

এদিকে আসছে ১৫ ডিসেম্বর মুক্তি পাবে ফারিণ অভিনীত আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’র দ্বিতীয় কিস্তি। চলতি মাসেই ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তার। কিন্তু সিনেমাটির মুক্তি পিছিয়ে গেছে।