ডেস্ক রিপোর্ট:
পৃথক ঘটনায় নাটোরের লালপুর ও বাড়াইগ্রাম থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বড়াইগ্রামে উদ্ধারকৃত মরদেহটির পরিচয় পেলেও লালপুরের আব্দুলপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে চাদরে মোড়ানো মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ বড়াইগ্রামে উদ্ধারকৃত মরদেহটি উপজেলার পার-বাগডোব এলাকার বাসিন্দা মকরোব আলীর।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে এ দুটি মরদেহ উদ্ধার করে বড়াগ্রাম ও ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান জানান, সকালে বড়াল নদীর ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মৃতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, আব্দুলপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে- এমন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র শীতের কারণে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।