Date: May 02, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / দক্ষিণ সিটির ৬২ জন পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত

দক্ষিণ সিটির ৬২ জন পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত

August 18, 2023 07:42:42 AM   ডেস্ক রিপোর্ট
দক্ষিণ সিটির ৬২ জন পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত

ডেস্ক রিপোর্ট:

বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দৈনিক মজুরি ভিত্তিক ও স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য ভাণ্ডারের জন্য তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে নানান অনিয়ম পাওয়ায় ৬২ জন পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ(১৮ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে বিষয়টি কার্যকর করেছেন।

দপ্তর আদেশে সচিব আকরামুজ্জামান উল্লেখ করেন, পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য ভাণ্ডারের জন্য তথ্য যাচাই বাছাই করতে গিয়ে এ সংক্রান্ত কমিটির সুপারিশের আলোকে পরিচ্ছন্নতাকর্মীদের ৫৯ বছর পার হওয়া, শারীরিক অক্ষমতা, একজনের পরিবর্তে অন্যজন কাজ করা, কাজে অবহেলা, অসদাচারণ, তদন্তকালে অনুপস্থিতি, তদন্তে মিথ্যা তথ্য দেওয়া এমন নানান কারণে ৬২ জন পরিচ্ছন্নতাকর্মীকে কর্মাবসান করা হয়েছে।

তিনি বলেন, এসব পরিচ্ছন্নতাকর্মীদের ব্যাংক হিসাব বন্ধ করার জন্য প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া এসব পরিচ্ছন্নতাকর্মীদের অনুকূলে ডিএসসিসির বাসা বরাদ্দ থাকলে পাওয়া আদায় করে সম্পত্তি বিভাগ বুঝে নেবেন।