Date: February 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / মাত্র ২৬ বছর বয়সে দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘মিস ভেনিজুয়েলা’

মাত্র ২৬ বছর বয়সে দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘মিস ভেনিজুয়েলা’

August 04, 2023 03:21:14 PM   ডেস্ক রিপোর্ট
মাত্র ২৬ বছর বয়সে দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘মিস ভেনিজুয়েলা’

 রূপালি জগৎ ডেস্ক:
মাত্র ২৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ‘মিস ভেনিজুয়েলা’ আরিয়ানা ভিয়েরা। গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকার কয়েক সপ্তাহ পর মারা গেলেন এই ভেনিজুয়েলান সুন্দরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, গত ১৩ জুলাই অরল্যান্ডোতে একটি ট্রাকের সঙ্গে মিস ভিয়েরার গাড়ির মারাত্মক সংঘর্ষ হয়। তখনই লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন তিনি।
দুর্ঘটনার ১০ দিন পর মিস ভেনিজুয়েলার মা ভিভিয়ান ওচোয়া একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলকে জানান, গাড়ি চালানোর সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন আরিয়ানা। এরপর একটি লেকের ধারে তার গাড়ির সঙ্গে লরির মারাত্মক সংঘর্ষ ঘটে। স্থানীয় বাসিন্দারা আরিয়ানাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করালেও আর সুস্থ হয়ে ফেরা হলো না তার। আগামী অক্টোবরে ডোমিনিকান রিপাবলিকের ২০২৩-এর মিস লাতিন আমেরিকায় নিজের দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল আরিয়ানার; কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। 
মিসেস ভিয়েরার মৃত্যু সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ মাত্র দুই মাস আগেই নিজের শেষকৃত্য সম্পর্কে একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে এই মডেল লিখেছিলেন- আমার ভবিষ্যৎ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিজেকে রেকর্ড করছি। পেশাগত জীবনে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতেন ভিয়েরা। এছাড়া মিস ভেনিজুয়েলা তার প্রতিদিনের জীবনযাপনের ব্লগ শেয়ার করতেন সামাজিক মাধ্যমে।