টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর নাম এলো নিয়োগ দুর্নীতি মামলায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে আগামীকাল (শুক্রবার) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা। খবর এবিপি আনন্দের।
নিয়োগ দুর্নীতিতে আটক যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে। ইডি সূত্রে খবর, কুন্তলের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বনির সংযোগ উঠে আসে। দেখা যায়, কুন্তলের কাছ থেকে টাকা গিয়েছিল অভিনেতার অ্যাকাউন্টে। মোটা টাকার লেনদেন হয়েছিল তাদের মধ্যে। সেই তথ্যকে সামনে রেখেই বনিকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারীক।
শুধু বনিই নন, কুন্তলের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও একাধিক ব্যক্তির নাম পাওয়া গেছে বলে দাবি ইডি সূত্রে। সম্প্রতি এক বিউটি পার্লারের মালিকের নামও উঠে আসে। তাই বনির নাম পাওয়ার পর অভিনেতাকে তলব করা হয়। শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টায় সিজিও কমপ্লেক্সে পৌঁছতে হবে তাকে।
ফোনে এবিপি আনন্দকে ইডি’র কাছ থেকে তলবের বিষয়টি স্বীকার করে নেন বনি। জানান, নিয়োগ দুর্নীতির মামলাতেই ডেকে পাঠানো হয়েছে তাকে। ইডি’র তরফে ফোনে যোগাযোগ করা হয়। তবে বনি হাজিরা দেবেন কিনা, তা যদিও জানাননি। এই মুহূর্তে শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে সম্প্রতি গুরুতর অভিযোগ ওঠে। টাকা নিয়ে নাকি চাকরি দিতেন তিনি! প্রায় ৩০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবার এই নেতার সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় সংযোগ ধরা পড়ল অভিনেতা বনি সেনগুপ্তর।