Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / দরপতন পুঁজিবাজারে গড়াল তৃতীয় দিনে

দরপতন পুঁজিবাজারে গড়াল তৃতীয় দিনে

July 31, 2023 10:01:17 AM   ডেস্ক রিপোর্ট
দরপতন পুঁজিবাজারে গড়াল তৃতীয় দিনে

ডেস্ক রিপোর্প:

দিনভর কেনার চেয়ে বিক্রির চাপের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। আজ সোমবার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বিমা, খাদ্য এবং ওষুধসহ সব খাতের শেয়ারের দাম কমায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯ দশমিক ৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৭ দশমিক ৯০ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে ডিএসইতে বেড়েছে কিছুটা লেনদেনের পরিমাণ। এর ফলে টানা তিন কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হলো। ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩৪০টি প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ৮৯৮ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৫৬ কোটি ৬৫ লাখ ৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬২৬ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

এদিন দাম বেড়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১১৩টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭৩টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৪ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭০ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৭ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেএমআই হসপিটালের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। তৃতীয় স্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ার। এরপরের তালিকায় যথাক্রমে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং মেট্রো স্পিনিং মিলস কোম্পানির শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৭ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৩ পয়েন্টে। এদিন সিএসইতে ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ৬৯টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম। এদিন শেষে সিএসইতে ১০ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ১৬৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৯২০ টাকার শেয়ার।