Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / দর্শক ছাড়ায় ম্যাচ খেলবে বার্সেলোনা

দর্শক ছাড়ায় ম্যাচ খেলবে বার্সেলোনা

July 11, 2023 02:31:44 PM   ক্রীড়া ডেস্ক
দর্শক ছাড়ায় ম্যাচ খেলবে বার্সেলোনা

খেলারপত্র ডেস্ক:
ক্লাব ফুটবলে মৌসুম শেষের বিরতি চলছে। কিছুদিন পরই ফের বেজে উঠবে ক্লাবসেরা হওয়ার দামামা। এরই মাঝে সবগুলো দলই নতুন করে নিজেদের ডাগআউট সাজিয়ে নিচ্ছে। ফলে বিভিন্ন ক্লাব নিজেদের মধ্যে বিকিকিনিতে ব্যস্ত। লা লিগা নিজেদের প্রথম ম্যাচে গেটাফের বিপক্ষে নামবে বার্সেলোনা। কিন্তু তাদের সেই ম্যাচটি দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‌‘মার্কা’ এই তথ্য জানিয়েছে।
মূলত গেটাফের কারণে ম্যাচটিতে কোনো দর্শক থাকবে না। ২০১৭ সালের একটি ঘটনায় ক্লাবটি শাস্তি পাওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে এই ম্যাচে। টেনেরিফের বিপক্ষে ঘটনাবহুল সেই ম্যাচে ‘গেটাফের সমর্থকদের একটি অংশ’ স্টেডিয়ামে শৃঙ্খলা ভঙ্গ, সহিংসতা ও আপত্তিকর গান গাওয়ার জন্য ক্লাবটি দোষী সাব্যস্ত হয়।
ওই ঘটনার জন্য প্রথমে গেটাফেকে ১৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল। তবে লা লিগার সহিংসতা বিরোধী কমিটি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর এক ম্যাচ দর্শকশূন্য মাঠে খেলার শাস্তি পেল ক্লাবটি। আর এটি কার্যকর হবে এবারের লা লিগায় ক্লাবটির প্রথম ম্যাচে।
নতুন মৌসুমের অভিযান আগামী ১৩ আগস্ট বার্সেলোনার বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু করবে গেটাফে। ক্যাম্প ন্যুয়ের সংস্কার কাজের জন্য আসন্ন মৌসুমের পুরোটাতেই বার্সেলোনার হোম ম্যাচগুলো লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মৌসুমের প্রথম দিনই (১৩ আগস্ট) মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সেদিন রিয়াল খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে।
পরবর্তীতে স্প্যানিশ দুই চিরপ্রতিদ্বন্দ্বী জায়ান্টের প্রথম লড়াই হবে আগামী ২৯ অক্টোবর। ম্যাচটি হবে বার্সেলোনার লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে। বার্সা-রিয়ালের এল ক্লাসিকোর ফিরতি ম্যাচ আগামী বছরের ২১ এপ্রিল হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। তবে গত মৌসুমের মতো এবারও প্রাক-মৌসুমে দেখা হবে বার্সেলোনা ও রিয়ালের। আগামী ২৯ জুলাই ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ডালাসে।