Date: January 02, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / বাদ পড়ে ‘ডিপ্রেশনে’ পৃথ্বী

বাদ পড়ে ‘ডিপ্রেশনে’ পৃথ্বী

July 19, 2023 02:50:19 PM   ক্রীড়া ডেস্ক
বাদ পড়ে ‘ডিপ্রেশনে’ পৃথ্বী

খেলারপত্র ডেস্ক:
বয়সভিত্তিক দলে ছিলেন পৃথ্বী শ ছিলেন ভারতের অধিনায়ক। তার নেতৃত্বেই ২০১৮ সালে যুব বিশ্বকাপ নিজেদের করে নিয়েছিলো ভারত। তার অধীনেই খেলেছেন শুভমান গিল, আর্শদীপ সিংরা। আন্তর্জাতিক অভিষেকও ছিল স্বপ্নের মতো। টেস্ট অভিষেকেই খেলেছেন শতরানের ইনিংস। কিন্তু সেই পৃথ্বী শ এখন জাতীয় দল থেকে অনেকখানি দূরে। 
দল থেকে কেন ছিটকে পড়েছেন তাও জানা নেই পৃথ্বীর। যার শুরু হয়েছিল ‘জুনিয়ার শচীন’ উপাধি নিয়ে, সেই খেলোয়াড়ই বর্তমানে ডিপ্রেশনে দিন পার করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এমন অবস্থার কথা জানালেন এই ওপেনিং ব্যাটার। জানালেন, ব্যক্তিগত জীবনে এখন আর কোন বন্ধুও নেই তার। 
জাতীয় দল থেকে বাদ পড়ে অবশ্য ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যোগ দিয়েছেন তিনি। সেখান থেকেই চেষ্টা করছেন নিজের ফর্ম ফেরানোর। নিজের বর্তমান অবস্থা নিয়ে পৃথ্বী জানান,  'আমি যখন ভারতের স্কোয়াড থেকে বাদ পড়লাম, তখন আমি এর কারণও জানতে পারিনি। কেউ একজন বলছিল, ফিটনেসের কারণে বাদ পড়ছি। তবে এটা ঠিক, এরপর আমি বেঙ্গালুরুতে আসি, এনসিএতে সবগুলো টেস্টে পাশ করি। এরপর আবারও রান করি এবং টি-টোয়েন্টি দলে আবারও ডাক পাই।’
‘তারপর আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দল থেকে বাদ পড়ি। এরপর অনেক হতাশ হয়েছিলাম, তবে এমন অবস্থায় আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আমি তো বাদ পড়ে আর কিছু করতে পারি না।’
দল থেকে বাদ পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের আক্ষেপের কথা লিখেছিলেন তিনি। তা নিয়েও সমালোচনার শিকার হতে হয়েছে। এরপর থেকেই একা থাকা শুরু করেছেন এই ব্যাটার।  তিনি বলেন, ‘আমি একা থাকতে পছন্দ করছি। আমার কোনও বন্ধু নেই। লোকজন আমাকে নিয়ে অনেক কথা বলে এখন। কিন্তু যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেমন! এই প্রজন্মের সাথে এটাই হচ্ছে। কারও সঙ্গে নিজের চিন্তা শেয়ার করতে পারছি না। যে মুহূর্তে আপনি কিছু বলবেন, সেটা পরের দিন সোশ্যাল মিডিয়ায় থাকবে। আমার খুব কম বন্ধু আছে। আমি ডিপ্রেশনে ভুগছি মনে হয়।’
সবমিলিয়ে সময়টা ভালো যাচ্ছেনা পৃথ্বীর। এমনকি কাউন্টি ক্রিকেটে অংশ নিতে চাইলেও ভিসা জটিলতায় আটকে আছেন তিনি। ২৩ বছর বয়সী পৃথ্বী এখন পর্যন্ত ভারতের হয়ে ৫টি টেস্ট, ৬টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে তার সংগ্রহে আছে ৩৩৯ রান। আর ওয়ানডেতে করেছেন ১৮৯ রান। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে অবশ্য আউট হয়েছেন শূন্য রানে।