Date: November 24, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / দিশেহারা বিনিয়োগকারীরা,পুঁজিবাজারে আবারও পতন

দিশেহারা বিনিয়োগকারীরা,পুঁজিবাজারে আবারও পতন

July 23, 2023 10:01:51 AM   ডেস্ক রিপোর্ট
দিশেহারা বিনিয়োগকারীরা,পুঁজিবাজারে আবারও পতন

ডেস্ক রিপোর্ট:


পুঁজি হারানোর ভয়ে আবারও দিশেহারা পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। ফলে সপ্তাহের প্রথম কর্মদিবস শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। ফলে বুধবার উত্থানের পর বৃহস্পতিবার ও রোববার টানা দুদিন পুঁজিবাজারে দরপতন হলো। এর আগেও গত সোমবার (১৭ জুলাই) ও মঙ্গলবার (১৮ জুলাই) দুই দিন পুঁজিবাজারে দরপতন হয়েছিল।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩৪৫টি প্রতিষ্ঠানের মোট ১৭ কোটি ৯ লাখ ৮৪ হাজার ৭০০টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯৪৭ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা। আগের দিনের লেনদেন কমেছে।

এদিন দাম বেড়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১৪২টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫৯টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪২ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭২ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল জেমিনি সি ফুডের শেয়ার। পরের তালিকায় রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার। এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, আরডি ফুড, রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম, রূপালী লাইফ, বিএনও লুব-রেফ, ওরিয়ন ইফিউশন এবং লিগেসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ার।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৯ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ৭৩টির দাম।

আজ দিন শেষে সিএসইতে ১৫ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ৯৭৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৭৮৯ টাকার শেয়ার।