Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / নতুন প্রেমে পড়েছেন সোহানা সাবা,বিয়ে করে বাকিটা জীবন একসঙ্গে কাটিয়ে দিতে চান

নতুন প্রেমে পড়েছেন সোহানা সাবা,বিয়ে করে বাকিটা জীবন একসঙ্গে কাটিয়ে দিতে চান

November 07, 2023 11:00:51 AM   বিনোদন প্রতিবেদক
নতুন প্রেমে পড়েছেন সোহানা সাবা,বিয়ে করে বাকিটা জীবন একসঙ্গে কাটিয়ে দিতে চান

বিনোদন প্রতিবদেক:

লম্বা সময় ধরে সিঙ্গেল মাদার হিসেবেই সময় পার করছেন দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিগত জীবনে ভালোবেসে নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। কিন্তু সেই সংসারের বিচ্ছেদ ঘটে ২০১৫ সালে। এরপর একমাত্র সন্তানকে নিয়ে একাই জীবনযাপন করে আসছেন সাবা।

তবে সম্প্রতি অভিনেত্রী জানালেন নতুন করে প্রেমে পড়েছেন। এমনকি সব ঠিক থাকলে তাকেই বিয়ে করে বাকিটা জীবন একসঙ্গে কাটিয়ে দিতে চান তিনি।

নতুন সম্পর্কে থাকার কথা জানিয়ে সোহানা সাবা বলেন, ‘আমার এই জীবনে অনেকেই প্রেমে পড়েছে; কিন্তু আমি পড়েছি এমন কোনো নজির নেই। এমনকি আমার সঙ্গে যার বিয়ে হয়েছিল তিনিও ৯ মাস আমার পেছনে ঘুরেছিলেন। এটা বলতে দ্বিধা নেই, আমার জীবনে লাভ অ্যাট ফার্স্ট সাইট যার সঙ্গে হয়েছে তার সঙ্গেই আমি এই মুহূর্তে সম্পর্কে আছি।’

বিপরীত ব্যক্তিও তার প্রেমে পড়েছে কি না সেটা না জানলেও সোহানা তাকে মন দিয়েছেন সেটা জানিয়ে বলেন, ‘সে আমার প্রেমে পড়েছে কি না তা জানি না। কিন্তু আমি তাকে প্রথম দিন দেখেই প্রেমে পড়ে যাই। এটা বলা যেতে পারে, স্বপ্নময় প্রেমে পড়া। স্বপ্নময়ভাবে তার সঙ্গে সম্পর্কে থাকা।’

প্রিয় মানুষের সঙ্গে ঘর বাঁধতে চান সোহানা সাবা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘মানসিকভাবে আমরা দুজন জীবন গোছানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি তার সঙ্গে আজীবন থাকতে চাই। এ রকম ভালো মানুষের সঙ্গে যে কেউ থাকতে চাইবে। আমি তাকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারি না।’

২০০৯ সালে পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবা। ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তান। পুত্র স্বরবর্ণের বয়স এখন ৯ বছর। ৩৬ বছর বয়সী সাবা সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে বড় করছেন।