Date: February 13, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নবগঠিত সালথা উপজেলা প্রেসক্লাবের কমিটি নিয়ে অপপ্রচারের অভিযোগ সভাপতির

নবগঠিত সালথা উপজেলা প্রেসক্লাবের কমিটি নিয়ে অপপ্রচারের অভিযোগ সভাপতির

February 13, 2025 02:05:43 PM   উপজেলা প্রতিনিধি
নবগঠিত সালথা উপজেলা প্রেসক্লাবের কমিটি নিয়ে অপপ্রচারের অভিযোগ সভাপতির

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
নবগঠিত সালথা উপজেলা প্রেসক্লাবের কমিটি নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলেছেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু)। সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছেন তিনি।

তিনি বলেন, সালথা উপজেলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি মোঃ সেলিম মোল্লা উপজেলা কৃষকলীগের সভাপতি। ৫ আগস্টের পর থেকে তিনি ক্লাবের কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন এবং সদস্যদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। সাধারণ সম্পাদকও একাধিক মামলার আসামি। অন্য সদস্যদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। কার্যত, বর্তমান কার্যনির্বাহী কমিটি অকার্যকর হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ২০ জন সদস্য ও ১৫ জন কার্যনির্বাহী কমিটির সদস্যের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়।

তিনি অভিযোগ করেন, নতুন কমিটি ঘোষণার পর মোঃ সেলিম মোল্লা তার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, “সেলিম মোল্লা তার বাবার গায়ে হাত দিয়েছেন, তাই তার চরিত্র সম্পর্কে সবাই জানেন। আজ দেখলাম ফরিদপুর প্রেসক্লাবের কয়েকজন সদস্য আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

টুটু চৌধুরী বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের কোনো ভিত্তি নেই এবং তার ৪৫ বছরের জীবনে কোনো মামলা বা অন্য কোনো অভিযোগ নেই। নতুন কমিটির সব সদস্যের বৈধ মিডিয়া কার্ড রয়েছে, যা সংরক্ষিত রয়েছে। তিনি মনে করেন, নতুন কমিটি গঠনের পর প্রতিহিংসামূলকভাবে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে।

তিনি আরও জানান, সালথা উপজেলা প্রেসক্লাবের অধিকাংশ সদস্য গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী, যা অন্য কোনো প্রেসক্লাবে নেই। তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন, “আপনারা সরেজমিনে এসে তদন্ত করুন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন। সাংবাদিকতা করতে কোনো প্রেসক্লাবের সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। তাই নতুন কমিটি নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে একসঙ্গে কাজ করা উচিত।”