জিল্লুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার :
নোয়াখালীর সোনাইমুড়ীতে আপন চাইল্ড কেয়ার হোম এর বার্ষিক মূল্যায়ন, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে চাষীরহাট ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত বার্ষিক মূল্যায়ন, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রোগ্রাম অর্গানাইজার ফিরোজ মেহেদী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর কাজী মো. রফিক , মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান, শিশু মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন, সোনাইমুড়ী থানার ইন্সপেক্টর তদন্ত কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন,চাষিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সোহাগ , সাবেক সাধারণ সম্পাদক মেহরাব হোসেন ভুট্টু, চাষীরহাট উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন । ফাউন্ডেশনের সদস্য ডা. তুহিন মাহমুদ ও বারাকা বিনতে আবদুল্লাহ এর সঞ্চালনায় আপন চাইল্ড কেয়ার হোম এর শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তাগণ চাষীরহাটের মতো একটি প্রত্যন্ত অঞ্চলে আপন চাইল্ড কেয়ার হোম প্রতিষ্ঠা করায় তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন , আপন শিশু বিকাশ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান ,প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন এবং সারাদেশে আপন চাইল্ড কেয়ার হোম এর বিভিন্ন শাখা প্রতিষ্ঠা করার আহ্বান জানান । অনুষ্ঠানে মুখ্য আলোচক আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য ও চলমান কার্যক্রমের বিষয় তুলে ধরে বলেন, নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন যাবত নোয়াখালীসহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের এই কাজকে চলমান রাখতে তিনি দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।