বৃহত্তর দুই রাজনৈতিক দলের অপরাজনীতি থেকে মুক্তি দিতে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে জানিয়েছেন নরসিংদী-১ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট আরিফুল ইসলাম ভূইয়া। এ জন্য অত্র আসনের সকল জনগনের দোয়া ও সমর্থন প্রত্যাশী চেয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাতকারে আসন্ন নির্বাচনের প্রার্থীতা বিষয়ে এসব কথা বলেন নরসিংদী জজ কোর্টের এই আইনজীবি।
উল্লেখ্য এডভোকেট আরিফুল ইসলাম ভূইয়া জেলা জাকের পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক, আইনজীবি ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা আয়কর সমিতির সদস্য ও জেলা জজকোর্টের আইনজীবি হিসেবে কর্মরত আছেন। তিনি ২০০৭ সাল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী সদর-১ আসন থেকে নির্বাচন করেছিলেন।
তিনি বলেন, বাংলাদেশের একমাত্র অহিংস রাজনৈতিক নেতা জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর (ফয়সল ভাই) সরকার গঠন করলে। সাধারণ জনগন তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে বলে বিশ্বাস করেন।জাকের পার্টির আদর্শ দয়াল রাসুল (সা) এর আদর্শ; তিনি তা বাস্তবায়ন করতে চান বলে জানান।
জানা যায়, আরিফুল ইসলাম ভূইয়া ব্রাক্ষ্মন্দী কেকেএম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইসএসসি পাশ করেন। অতঃপর নরসিংদী সরকারি কলেজ থেকে বিকম পাশ। প্রাইম বিশ্ববিদ্যালয় মিরপুর থেকে এলএলবি পাশ করেন। পরে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ প্রাপ্ত হয়ে বর্তমানে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে জজ কোর্ট নরসিংদীতে আইন পেশায় নিয়োজিত আছেন। ব্রাক্ষ্মন্দী কেকেএম সরকারি উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন স্কাউট লীডার হিসেবে ১৯৮৮ সালের বন্যায় বন্যার্থ জনগনের ত্রান কার্য পরিচালনা করেছেন। নরসিংদীতে দুইটি ট্রেনের মুখোমুখি দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছিলেন ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছিলেন। সে সময় তিনি ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানান। তিনি নরসিংদী পৌরসভা মেয়র প্রার্থী হিসেবে চশমা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সর্বশেষ ২০১৮ সালের সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নরসিংদী সদর আসনে গোলাপ ফুল মার্কায় নির্বাচন করেছিলেন।
আসন্ন নির্বাচনে গোলাপ ফুল মার্কায় নির্বাচন করে বিজয়ী হয়ে অত্র এলাকার জনগনের সেবা করতে চান। এ জন্য সকল জনগনের দোয়া ও সমর্থন প্রত্যাশী চেয়েছেন তিনি।