Date: December 25, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীতে নাশকতার মামলায় জামায়াতে আমিরসহ আটক ৫

নরসিংদীতে নাশকতার মামলায় জামায়াতে আমিরসহ আটক ৫

October 04, 2023 03:15:30 PM   জেলা প্রতিনিধি
নরসিংদীতে নাশকতার মামলায় জামায়াতে আমিরসহ আটক ৫

নরসিংদী প্রতিনিধি:
নাশকতার মামলায় নরসিংদী শহর জামায়াতে ইসলামীর আমিরসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার (৪ অক্টোবর) সকালে পর্যন্ত পৌর শহরের গাবতলী, চিনিশপুর ও বাশাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহর জামায়াতে ইসলামীর আমির আজিজুর রহমান (৪৫), ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সাবেক সভাপতি নাসির আহমেদ (৩০), শহর জামায়াত সদস্য আমজাদ হোসেন (৫২), জেলা জামায়াত সদস্য মোস্তফা মিয়া (৪৭) এবং শহর জামায়াত সদস্য হাবিব হাসান (৩৫)।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানান, গত ২৯ সেপ্টেম্বর নাশাকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করে। ওই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। আমরা আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করবো।