প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মঞ্জুর এলাহীর সঞ্চালনায় ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ জলির এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাবেক মহিলা এমপি ও জেলা বিএনপির সদস্য, রোকেয়া আহমেদ লাকি, নরসিংদী-৪ (বেলাব মনোহরদী) আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. আব্দুল বাছেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আকবর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, গোলাম কবির কামাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক,ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমিনুল হক বাচ্চু, জেলা বিএনপির সদস্য, জামাল আহম্মেদ চৌধুরী, নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক, মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা মহিলা দলের সভাপতি এড. উম্মে সালমা মায়াসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।