Date: December 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নালিতাবাড়িতে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় গ্রেফতার ৪

নালিতাবাড়িতে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় গ্রেফতার ৪

September 26, 2023 02:39:52 PM   উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়িতে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় গ্রেফতার ৪

শেরপুরের বহুল আলোচিত কবর থেকে কঙ্কাল চুরির সাথে জড়িত ৪ চোরকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানা পুলিশ। ২৬ সেপ্টেম্বর ভোর রাতে তাদেরকে জেলার নালিতাবাড়ি উপজেলা থেকে গ্রফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো জেলার নালিতাবাড়ি উপজেলার রজনগর গ্রামের রমজান আলীর ছেলে গোলাম রাব্বানী (৫০), পশ্চিম রাজ নগর গ্রামের সৈয়দ আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৫), সদর উপজেলার চান্দের নগর গ্রামের হাবিবরের ছেলে আব্দুর রহিম (৪২) এবং নকলা উপজেলার মেদির পাড় গ্রামের আব্দুর রউফ এর ছেলে সোহেল রানা (৩৫)।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্প্রতি সদর উপজেলার বাজিতখিলা গ্রামের মির্জাপুর সামাজিক কবরস্থানের ৪ কবর থেকে চুরি হওয়া ৪ টি কঙ্কার চুরির কথা স্বীকার করেছন।

গ্রেফতারকৃতদেরকে আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলন জানায়, গত ২৩ সেপ্টেম্বর সদর থানার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুরের সামাজিক কবরস্থান থেকে ৪ টি কঙ্কাল চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় নানা তথ্য উপাত্ত ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নালিতাবাড়ি উপজেলার এস আই নাইম এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উল্লেখিত আসামীদের গ্রেফতার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ৪ কঙ্কাল চুরির সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে ঘটনার মূলহোতাকে গ্রেফতারের জোড় তৎপরতা চালছে।