Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / নিজের জামাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল, মীমকে পরীমনি

নিজের জামাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল, মীমকে পরীমনি

November 12, 2022 06:29:39 PM   বিনোদন প্রতিবেদক
নিজের জামাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল, মীমকে পরীমনি

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। কিছুদিন আগে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। তার সন্তানের বাবা চিত্রনায়ক শরীফুল রাজ। 'গুণিন’ সিনেমায় একসাথে কাজ করতে গিয়ে দু'জনের আলাপ, তারপর প্রেম। অবশেষে সম্পর্ক গড়ায় বিয়েতে।
স্বামী রাজকে নিয়ে কেমন আছেন পরীমনি? পরীর সংসারে কী ভাঙনের সুর বাজছে? এসব প্রশ্নের উত্তর জানা না থাকলেও পরীমনির ফেসবুক স্ট্যাটাস দেখে বুঝায় হয়তো ভালো নেই পরীমনি।
পরীমনির স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে 'পরাণ' ও 'দামাল' সিনেমায় জুটি বেধে কাজ করেছেন চিত্রনায়িকা মিম। রাজ-মিমের জুটি দর্শকেরা গ্রহণ করতে পারলেও পরীমনি যেন গ্রহণ করতে পারছেন না। রাজ-মিমের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে বলে আভাস দিলেন ঢালিউডের আলোচিত এই নায়িকা।
পরিমনি নিজের ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দেন পরীমনি। তিনি মিমকে ট্যাগ করে বলেন 'নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিলো।'
সেখানে তিনি মিম ও রাজের দুই ছবির পরিচালক রায়হান রাফিকে 'দালাল' বলে আখ্যা দিয়ে পরীমনি লেখেন, 'সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি।'
আর চিত্রনায়ক স্বামী রাজের উদ্দেশে পরী লেখেন, 'এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয় নাই তোমার।'