Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / নেদারল্যান্ডস দলে চোটাক্রান্ত ডিপাই, চমক সিমন্স

নেদারল্যান্ডস দলে চোটাক্রান্ত ডিপাই, চমক সিমন্স

November 12, 2022 05:22:31 PM   ক্রীড়া ডেস্ক
নেদারল্যান্ডস দলে চোটাক্রান্ত ডিপাই, চমক সিমন্স

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে বাদ পড়ায় মূলপর্বে না খেলার আক্ষেপে পুড়েছিল নেদারল্যান্ডস। টোটাল ফুটবলের জনকদের ছাড়া বিশ্বকাপের রঙ অনেকটাই হারিয়েছিল। তবে মাত্র ৮ দিন পরে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে মিলবে তাদের দেখা। এরই মধ্যে কাতার বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডস ২৬ সদস্যের দল দিয়েছে। কোচ লুই ফন গালের ঘোষিত দলে জায়গা পেয়েছেন চোটাক্রান্ত বার্সেলোনার ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাই। গত ২২ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগের খেলায় পোল্যান্ডের বিপক্ষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ডিপাই। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১৫০ মিনিটেরও কম খেলেছেন। ফন গাল অবশ্য আগেই জানিয়েছিলেন, টুর্নামেন্টে যতক্ষণ খেলার সম্ভাবনা থাকবে  ততক্ষণ দলের সর্বোচ্চ স্কোরার ডিপাইয়ের জন্য জায়গা থাকবে।
ডাচ স্কোয়াডে রয়েছে একটি চমক। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক না হওয়া ১৯ বর্ষী জাভি সিমনের নাম বিশ্বকাপ দলে রয়েছে। নেদারল্যান্ডসের বয়সভিত্তিক সব দলে খেলেছেন সিমন। ২০২১-২২ মৌসুমে পিএসজির হয়ে ৭ ম্যাচ খেলেন এই মিডফিল্ডার। চলতি মৌসুমে তিনি ডাচ ক্লাব পিএসভিতে যোগ দেন। তবে ৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অভিজ্ঞ গোলরক্ষক জ্যাসপার সিলেসেনকে বাদ দিয়েছেন ফন গাল।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: গোলরক্ষক: জাস্টিন বিজলো, আন্দ্রিস নোপারট, রেমকো পাসভীর,
ডিফেন্ডার: নাথান আকে, ডালে ব্লাইন্ড, ভার্জিল ফন ডাইক, ডেনজেল ডামফ্রিজ, জেরেমি ফ্রিম্পং, ম্যাথিয়াস ডি লিট, টাইরেল মালাসিয়া, জুরিয়েন টিম্বার, স্টেফান ডি ভ্রিজ।
মিডফিল্ডার: স্টিভেন বার্গুইস, ফ্রেঙ্কি ডি ইয়ং, ডেভি ক্লাসেন, তেউন কুপমেইনারস, মার্টেন ডি রুন, জাভি সিমন্স, কেনেথ টেইলর।
ফরোয়ার্ড: স্টিভেন বার্গভিজন, মেমফিস ডিপাই, কোডি গ্যাকপো, ভিনসেন্ট জানসেন, লুক ডি ইয়ং, নোয়াহ ল্যাং, ওউট ওয়েঘোর্স্ট।