Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / নোয়াখালীর চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

নোয়াখালীর চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

December 18, 2022 04:00:10 AM  
নোয়াখালীর চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

বেলাল হোসাইন তাওসান:

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

img-0445.jpg
শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক নুরুল হক। পরে চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ এর সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, কুচকাওয়াজ, পিটি ডিসপ্লে, অংক দৌড়, মোরগের লড়াই অনুষ্ঠিত হয়। এছাড়াও মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ নাটক, বাল্যবিবাহ প্রতিরোধে নাটক, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ ও ত্যাগের বিষয়গুলো তুলে ধরা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, পৃষ্ঠপোষক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। 

img-0732.jpg
পরে চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা ও মহাপরিচালক, চাষীরহাট ইউনিয়নের কৃতি সন্তান হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিজয় দিবসের এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, এই জাতির মধ্যে সুশিক্ষার অভাব রয়েছে বলেই একদল বিশ্বাসঘাতক বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সহ রাষ্ট্রনায়কদের নির্মমভাবে হত্যা করেছে। এই জাতিকে সঠিক শিক্ষার মাধ্যমে সংশোধন করতে না পারলে এমন নিকৃষ্ট ঘটনা বার বার ঘটবে। একটা জাতিকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য সঠিক আদর্শ ও সুশিক্ষার কোনো বিকল্প নেই। এসময় তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা ও অত্র এলাকায় একটি উন্নত হাসপাতাল নির্মাণ করার ঘোষণা দেন ।

img-9396-1.jpg
এখন আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখান থেকে একদল দেশ প্রেমিক সোনার মানুষ বের হবে যারা বিজ্ঞান-প্রযুক্তি, সাধারণ শিক্ষা এবং নৈতিক শিক্ষায় বলিয়ান হবে, দেশ ও সমাজ গড়ায় নিজেদের জীবন উৎসর্গ করবে। তিনি বলেন গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে উন্নত শিক্ষার বিকল্প নেই। তিনি শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

img-9854-1.jpg
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কররানী ফুড এন্ড বেভারেজ এর চেয়ারম্যান রুফায়দাহ পন্নী, চাষীরহাট উন্নয়ন প্রকল্পের পরিচালক মহি উদ্দিন মহিন, চাষীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার, ইউপি সদস্য আবুল কাশেম ভূইয়া, ইউপি সদস্য আলমগীর হোসেন, স্থানীয় বিএনপি নেতা আ. রহিম ও সিরাজুল ইসলাম, মফিজ উল্লাহ, নিজাম উদ্দিন, এবাদুল্লাহ মাষ্টার, মজিবর হক, বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন (সাহেব মিয়া) , ডা. শহীদ, ডা. মহীন,মাসুদ আলম, আনোয়ার হোসেনসহ চাষীরহাট ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুই দিনব্যাপী নানা আয়োজনের পর বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।