“বিজয়ের মাসে আপন শক্তিতে জেগে উঠুক প্রতিটি শিশু, প্রতিটি প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় জেলা শহর মাইজদী তে এই বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চ্যেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানি সুলতানা রাজিয়ার সভাপত্তিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজি মোহাম্মাদ রফিক। এ সময় ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সহ শতাধিক শিশু ও তাদের অবিভাবকগন উপস্থিত ছিলেন।
শিশু মনোবিজ্ঞানি সুলতানা রাজিয়া বলেন, আমাদের সমাজের শিশুরা ডিভাইস আসক্তি সহ বিভিন্ন কারণে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে। এতে করে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের সংখ্যা দিন দিন বাড়ছে। দীর্ঘদিন যাবত শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দেশব্যপি কাজ করছে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন। এই কাজকে বেগবান করে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান ফাউন্ডেশনের চ্যেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানি সুলতানা রাজিয়া।
এ সময় শতাধিক শিশু ও তাদের অবিভাবকগন বিজয় র্যালিতে অংশগ্রহন করেন এবং আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের কার্জক্রমের ভূয়সী প্রশংসা করেন।