জিল্লুর রহমান মানিক, নোয়াখালী:
‘সুস্থ দেহ সুস্থ মন, সমৃদ্ধ জাতি গঠন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অপরাজনীতি, অপসংস্কৃতি, মাদক ও ডিভাইস আসক্তির করাল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে দেশীয় সংস্কৃতি ও খেলাধুলার ব্যাপক প্রসার ঘটাতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ সেলিমের নানামুখী কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার (২২ জানুয়ারি) নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এই বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন।
‘নেশা ছেড়ে খেলা ধরি, সুস্থ-সবল জীবন গড়ি’ এই স্লোগানে অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতির প্রায় ৩০টি প্রতিযোগিতার আয়োজন করা হয়। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সকল বয়সী মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে শহীদ ভুলু স্টেডিয়াম।
পুরুষদের প্রতিযোগিতার মধ্যে ছিল ছেলেদের কাবাডি, ফুটবল, ৮শ’ মিটার দৌড়, চোখ বেঁধে পাতিল ভাঙ্গা, রশি টানা, প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি। মেয়েদের জন্য ছিল বালিশ খেলা, অংক দৌড়, কবিতা আবৃত্তি ইত্যাদি। শিশুদের জন্য ১০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, নৃত্য, মোরগ লড়াই, বস্তার দৌড় ইত্যাদি।
পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন ও নোয়াখালী জেলা সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা রাজিয়া, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদার, অনুষ্ঠান আয়োজক কমিটির উপদেষ্টা এনামুল হক বাপ্পা, মাইজদী পৌর মহিলালীগের সাধারণ সম্পাদক হাসিনা চৌধুরীসহ আরো অনেকে।
এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও হেযবুত তওহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা কমে যাওয়ার কারণে আমাদের যুব সমাজ মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, অপ-রাজনীতি, ডিজিটাল ডিভাইস আসক্তিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। তাই সুস্থ সবল যুব সমাজ গঠনে এ ধরনের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এছাড়াও বর্তমান বিশ্ব পরিস্থিতি মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখতে খেলাধুলার বিকল্প নেই।
প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।