নিজস্ব প্রতিনিধি :
নোয়াখালী জেলা শহরের বিআরডিবি হলে হেযবুত তওহীদের নোয়াখালী শাখার উদ্যোগে ঈদ-পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ই আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এ আলোচনা সভার প্রতিপাদ্য ছিল- "রাজনৈতিক অস্থিরতা ও বিদেশি শক্তির হস্তক্ষেপ থেকে জাতিকে নিরাপদ রাখতে আমাদের প্রস্তাবনা"।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি গোলাম কবির, মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চাষীর হাট নুরুল হক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক দেশেরপত্রের সহ-সাহিত্য সম্পাদক প্রকৌশলী রাকীব আল হাসান, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগের সভাপতি নিজাম উদ্দিন।
মাওলানা রুহুল আমিনের শুললিত কণ্ঠের কোর'আন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শুরু করেন নোয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি গোলাম কবির। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নোয়াখালী জেলা পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাছিনা চৌধুরী, হেযবুত তওহীদ নোয়াখালী সদর উপজেলা সভাপতি মো. আশিক মিয়া, সোনাইমুড়ী উপজেলা সভাপতি মাসুদুর রহমান জুয়েল, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদা আক্তার বেবি, মুখ্য আলোচক রাকীব আল হাসান ও বিশেষ আলোচক নিজাম উদ্দিন।
মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, বর্তমানে আমাদের দেশসহ বিশ্বব্যাপী যে ভোগবাদী জীবনব্যবস্থা দ্বারা সমাজ-রাষ্ট্রগুলো চলছে তা আজ পদে পদে ব্যর্থ হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, যুদ্ধ-মহাযুদ্ধ, অর্থনৈতিক সংকট, নৈতিক অধঃপতন, নারী-নির্যাতন, মাদক, রাজনৈতিক হানাহানি ইত্যাদি সকল দিক থেকে প্রচলিত এই রাষ্ট্রব্যবস্থাগুলো ব্যর্থ। ব্রিটিশদের তৈরি প্রচলিত ষড়যন্ত্রমূলক এই শিক্ষাব্যবস্থাও ব্যর্থ। যদি বাঁচতে হয়, মনবজাতিকে বাঁচাতে হয় তাহলে প্রচলিত এই ব্যবস্থাগুলো ছুড়ে ফেলে নতুন একটি নিখুঁত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই ব্যবস্থাই প্রস্তাব করছে হেযবুত তওহীদ। কেবল প্রস্তাবই নয় বরং হেযবুত তওহীদ এই ব্যবস্থা ইতোমধ্যে প্রাক্টিস করছে এবং অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
বিশেষ আলোচক হিসাবে মো. নিজাম উদ্দিন তার বক্তব্যে হেযবুত তওহীদ কর্তৃক গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরে বলেন, আমরা প্রকৃত ইসলামের আদর্শে উজ্জীবীত হয়ে, আল্লাহর হুকুমের উপর ঐক্যবদ্ধ হয়ে এই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছি। আমরা প্রমাণ করে দিয়েছি ইসলাম উন্নতির ধর্ম, ইসলাম প্রগতির ধর্ম, ইসলাম দিয়ে সমাজ পরিচালনা করা যায়। আমরা প্রকৃত ইসলামের এই আদর্শ দিয়ে চাষীর হাটে একটি মডেল সমাজ স্থাপন করতে সক্ষম হয়েছি, যেখানে কোনো বেকার নেই, কাউকে না খেয়ে থাকতে হয় না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় না, কাউকে গৃহহীন, বস্ত্রহীন থাকতে হয় না, শিক্ষাহীন কাউকে থাকতে হয় না। এখানে কোনো হানাহানি, ঝগড়া-ঝাটি হয় না, কারো নামে কোনো মামলা হয় না, চুরি-ডাকাতি হয় না।
তিনি আরও বলেন, আমাদের এই প্রস্তাবিত ও পরীক্ষিত সমাজব্যবস্থা দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, বিশ্ব পরিচালনা করা যায় তবে একই ধরনের ইতিবাচক ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগের সহসভাপতি এডভোকেট রাজু আহম্মেদ, বেগমগঞ্জ উপজেলা সভাপতি শাহেদুর রহমান, সেনবাগ উপজেলা সভাপতি মো. আমির হোসেন, জেলা নারী নেত্রী নাজমা আক্তার। এ ছাড়াও হেযবুত তওহীদ এর নোয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সদস্য-সদস্যা ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে চাষীরহাট উন্নয়ন প্রকল্পের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং হেযবুত তওহীদের মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের একটি ভিডিও বক্তব্য প্রদর্শন করা হয়।
চট্টগ্রাম বিভাগের যে সকল সদস্য ঈদুল আজহায় সর্বাত্মক পত্রিকা বিক্রিতে প্রথম, দ্বিতীয়, তৃতৃতীয় স্থান অধিকার করেন তাদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।