Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / পিএসজি ছাড়ার গুঞ্জনে যা বললেন এনরিকে

পিএসজি ছাড়ার গুঞ্জনে যা বললেন এনরিকে

August 04, 2023 04:05:29 PM   ক্রীড়া ডেস্ক
পিএসজি ছাড়ার গুঞ্জনে যা বললেন এনরিকে

খেলারপত্র ডেস্ক:
নতুন মৌসুমের ম্যাচ এখনও শুরুই হয়নি, অথচ কিছুদিন আগেই পিএসজির দায়িত্ব নেওয়া কোচ লুইস এনরিকের দল ছাড়া নিয়ে গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছিল কিলিয়ান এমবাপের দলবদল নিয়ে বিরাজমান অস্থিরতা এবং পিএসজির স্পোর্টস অ্যাডভাইজার লুইস কাম্পোসকে ছাঁটাইয়ের গুঞ্জনের মাঝেই তিনি ক্লাব ছাড়ছেন! তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এই স্প্যানিশ কোচ। একইসঙ্গে চলমান এই আলোচনাকে তিনি ‌‘কমপ্লিট ননসেন্স’ বলে উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এনরিকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে পিএসজির সাপোর্ট স্টাফদের সঙ্গে গভীর মনোযোগ দিয়ে আলোচনা করছেন তিনি। ছবির ওপরে লেখাটি বাংলা করলে দাঁড়ায়, ‘সকলের জন্যে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের জন্যে।’ এই পোস্টের নিহিত অর্থ বুঝতে বাকি নেই যে, তার ভবিষ্যৎ ঘিরে চলা অনিশ্চয়তা গুঞ্জন ছাড়া আর কিছুই নয়।
অন্যদিকে, দলবদলের জন্য বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি নিয়ে কথা বলেন ক্লাবটির এক মুখপাত্রের সঙ্গে। তিনিও এই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, খবরটি একেবারে ভিত্তিহীন। ওই সূত্রের বরাতে রোমানো বলেন, ‘আজকের গুঞ্জনগুলো হাস্যকর। এসব একেবারেই ভিত্তিহীন।’
আগের মৌসুমটা আশানুরূপ কাটেনি প্যারিসের ক্লাবটির। সান্ত্বনা হিসেবে কেবল লিগ ওয়ানের শিরোপা মেসি-এমবাপেদের কপালে জুটেছিল। পরবর্তীতে অস্বস্তির দুটি মৌসুম শেষে আর্জেন্টাইন মহাতারকা যোগ দেন আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে তিনি কতটা স্বস্তিতে আছেন, সেটি সাম্প্রতিক পারফরম্যান্স এবং অনুশীলনের ছবিতে নজর দিলেই টের পাওয়া যায়। এছাড়া এমবাপেও অনেকদিন ধরের ক্লাব ‘ছাড়ি ছাড়ি’ করছেন। তার সম্ভাব্য গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে আগ্রহী এমবাপে-রিয়াল ‍দুপক্ষই। এর মাঝে আবার অবিশ্বাস অঙ্কের প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে চেয়েছিল সৌদি আরবের ক্লাব আল-হিলাল। কিন্তু ফরাসি তারকা ক্লাবটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎই করেননি।
এমবাপে থাকতে না চাওয়ার বিষয়টি কিছুতেই মানতে পারছে না পিএসজি। এ নিয়ে ব্যাপক জলঘোলা হওয়ার মাঝেই সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের দাবি, আগস্ট শেষে ক্লাবটির অ্যাডভাইজার কাম্পোসকে ছাঁটাই করা হবে। তার বরখাস্তের আভাস এনরিকের ভবিষ্যৎ নিয়েও জোরেশোরে গুঞ্জন তুলেছে। সেটি নজরে আসতেই সাবেক বার্সেলোনা কোচ যারপরনাই অবাক হয়েছেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দেখিয়েছেন।
আসন্ন মৌসুমে নিজেদের লক্ষ্য পূরণের লক্ষ্যে নতুন করে দলকে ঢেলে সাজাচ্ছেন এনরিকে। তরুণ নির্ভর দল গড়ার পথে তিনি বেশকিছু ভালো সাইনিংও করেছেন। তারকা ফরোয়ার্ডের মধ্যে বর্তমানে দলে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। গত ফেব্রুয়ারিতে অ্যাঙ্কলের চোটে পড়ার পর গতকাল তিনি প্রথম মাঠে নেমেছেন। মাঠে তার ফেরাটাও হয়েছে রাজসিক, প্রাক-প্রস্তুতি পর্বের দুই ম্যাচে হারের পর নেইমারের জোড়া গোল এবং এক অ্যাসিস্টে গতকাল ৩-০ গোলে জয় পায় পিএসজি।