Date: January 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাঁচবিবিতে অপসারিত কাউন্সিলরদের পুনঃবহালের দাবিতে মানববন্ধন

পাঁচবিবিতে অপসারিত কাউন্সিলরদের পুনঃবহালের দাবিতে মানববন্ধন

November 08, 2024 12:45:45 PM   উপজেলা প্রতিনিধি
পাঁচবিবিতে অপসারিত কাউন্সিলরদের পুনঃবহালের দাবিতে মানববন্ধন

পাঁচবিবি প্রতিনিধি, জয়পুরহাট:
অন্তবর্তীকালীন সরকারের প্রজ্ঞাপনে সারাদেশের পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হয় এবং তাদের স্থানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এই পরিস্থিতিতে জনপ্রতিনিধি শূন্যতায় পৌর এলাকার সাধারণ জনগণ নাগরিক সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। এ কারণে অপসারিত পৌর কাউন্সিলরদের পুনঃবহালের দাবিতে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা কার্যালয়ের সামনে বিকেলে পৌর কাউন্সিলর ও সেবা গ্রহীতারা মানববন্ধন করেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অপসারিত ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা সুলতানা শীতল, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমান ফকিরসহ বিভিন্ন ওয়ার্ডের সেবা গ্রহীতারা।

কাউন্সিলররা বলেন, "আমাদেরকে অপসারণ করা হলেও সাধারণ মানুষ সব সময় সেবা নিতে আমাদের কাছে আসে, যা আমাদের জন্য বিব্রতকর।" তারা সরকারকে জনসেবার জন্য পুনঃবহালের দাবি জানান।