Date: March 11, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাঁচবিবিতে জলাতঙ্কে বৃদ্ধার মৃত্যু

পাঁচবিবিতে জলাতঙ্কে বৃদ্ধার মৃত্যু

March 10, 2025 03:53:30 PM   উপজেলা প্রতিনিধি
পাঁচবিবিতে জলাতঙ্কে বৃদ্ধার মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দক্ষিণ রামভদ্রপুর গ্রামের মোছাঃ রেজিয়া বেগম (৬০) জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রায় এক মাস আগে আটাপাড়া ব্রিজের কাছে ঘাস কাটার সময় একটি কুকুর তাকে কামড়ায়। পরিবারের লোকজন তেলপড়া, গুঁড়পড়া দিয়ে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ধীরে ধীরে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।

বৃদ্ধার ছেলে মোঃ মামুন হোসেন জানান, তার মা পানি দেখলেই ভয় পেতেন এবং একসময় তাকে আঁচড়ও দেন। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা রোগীকে ভর্তি না নিয়ে শুধু দুটি ভ্যাকসিন দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

অবশেষে দুপুরে জলাতঙ্কের উপসর্গ নিয়ে রেজিয়া বেগমের মৃত্যু হয়।