
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চানপাড়া বাজারে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১টার দিকে শ্রী তাপস কুমার পালের স্বর্ণের দোকান ‘তানিসা জুয়েলার্সে’ গিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে টাকা দাবি করে দুই যুবক। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা দ্রুত পাঁচবিবি থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওহাবের দিকনির্দেশনায়, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেনের নেতৃত্বে এসআই মাসুম ও এএসআই সোহেল ঘটনাস্থলে পৌঁছে প্রতারক দুই যুবককে আটক করেন।
আটকরা হলেন- নওগাঁ জেলার আত্রাই থানার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর (৩০), নওগাঁ সদর উপজেলার জগৎ সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান (২১)।
আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও পাঁচবিবিতে ডিবি পরিচয়ে প্রতারকচক্র বিভিন্ন বাড়িতে তল্লাশির নামে অর্থ হাতিয়ে নিয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন জানান, “খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”