Date: December 30, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাঁচবিবিতে নদীতে ডুবে যুবকের মৃত্যু: ২৫ ঘণ্টা পর উদ্ধার

পাঁচবিবিতে নদীতে ডুবে যুবকের মৃত্যু: ২৫ ঘণ্টা পর উদ্ধার

October 21, 2024 02:24:04 PM   উপজেলা প্রতিনিধি
পাঁচবিবিতে নদীতে ডুবে যুবকের মৃত্যু: ২৫ ঘণ্টা পর উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজের ৫০০ গজ উত্তরে ছোট যমুনা নদীর নুনিয়াপাড়া কালার ঘাট এলাকায় ঘাসের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় স্বাধীন (১৮) নামের এক যুবক নিখোঁজ হন। ২৫ ঘণ্টা পর রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। স্বাধীন উপজেলার উত্তর চেঁচরা গ্রামের মোহাম্মদ নজু মিয়ার ছেলে।

২১ অক্টোবর সোমবার বিকেল ৩ টায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পাঁচবিবি ফায়ার সার্ভিসের টিম লিডার আমির আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর রোববার দুপুরে স্বাধীন নদীর পূর্ব প্রান্ত থেকে গরুর ঘাস কেটে বস্তা নিয়ে নদীর পশ্চিম প্রান্তে পার হওয়ার সময় পা পিছলে ঘাসের বস্তাটি নদীর পানির স্রোতে ভেসে যায়। এ সময় বস্তাটি ধরতে গিয়ে স্বাধীন নদীর স্রোতে তলিয়ে যান।

এ ঘটনায় স্থানীয় লোকজন প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করে এবং ট্রিপল নাইনে ফোন করে। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার কাজে অংশগ্রহণ করে। তারা দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টা করেও স্বাধীনকে উদ্ধার করতে না পারায় সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত করে। সোমবার সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসলে আবারও উদ্ধার অভিযান শুরু হয়।

পাঁচবিবি ফায়ার সার্ভিসের টিম লিডার আমির আলী বলেন, “গতকাল রোববার দুপুরে খবর পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি। দীর্ঘ ২৫ ঘণ্টার চেষ্টায় স্বাধীনের লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”