Date: January 20, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাঁচবিবিতে ১ হাজার ৮০ বোতল নকল সিনকারা সিরাপসহ আটক ১

পাঁচবিবিতে ১ হাজার ৮০ বোতল নকল সিনকারা সিরাপসহ আটক ১

December 03, 2024 01:04:42 PM   উপজেলা প্রতিনিধি
পাঁচবিবিতে ১ হাজার ৮০ বোতল নকল সিনকারা সিরাপসহ আটক ১

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবিতে পুলিশের অভিযানে ৩০ কার্টুনে থাকা ১ হাজার ৮০ বোতল নকল সিনকারা সিরাপসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল পাঁচবিবির তিনমাথা টু পাঁচমাথা সড়কের পাশে দমদমা লাঙ্গলহাটি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে হামদর্দ ল্যাবরেটরিজের শারীরিক, মানসিক ও জীবনীশক্তি বর্ধক নকল ১ হাজার ৮০ বোতল সিনকারা সিরাপ জব্দ করা হয়।

পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ মো. কাওসার আলী জানান, অভিযানে পঞ্চগড় জেলার বোদা উপজেলার সরকারপাড়া (চন্দনবাড়ী) গ্রামের হায়দার আলীর ছেলে মো. রঞ্জুরুল ইসলাম (৪৩) কে আটক করা হয়। তিনি হামদর্দ ল্যাবরেটরিজের পাঁচবিবি শাখার নিম্নমান সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআই মাসুম আহমেদ। তিনি জানান, কোম্পানির পক্ষ থেকে গোপন তথ্য আসে যে রঞ্জুরুল ইসলাম তার ভাড়া বাসায় নকল সিনকারা তৈরি করে বাজারজাত করছেন। কোম্পানির লোকজন বিষয়টি পুলিশকে জানালে এ অভিযান চালানো হয়।

কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আটক রঞ্জুরুল ইসলাম এ পর্যন্ত কোম্পানির প্রায় ৫৯ লাখ টাকার হিসাব গড়মিল করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় হামদর্দ ল্যাবরেটরিজের পক্ষ থেকে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।