Date: September 08, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / পুঁজিবাজারে দল বেঁধে বাড়ল দাম

পুঁজিবাজারে দল বেঁধে বাড়ল দাম

July 24, 2023 10:47:01 AM   ডেস্ক রিপোর্ট
পুঁজিবাজারে দল বেঁধে বাড়ল দাম

ডেস্ক রিপোর্ট:

বড় দরপতনের পরদিন পুঁজিবাজারে বিমা খাতের শেয়ারের ঝলক দেখিয়েছে। ফলে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার দেশে পুঁজিবাজার বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন এবং দাম বাড়ার বিপরীতে কমেছে অধিকাংশে কোম্পানির শেয়ারের দাম। এর ফলে চলতি সপ্তাহের প্রথম দুদিনসহ টানা তিন কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হলো। তবে তার আগে গত বুধবার পুঁজিবাজারে উত্থান হয়েছিল।

এদিন বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির কোম্পানির দাম বেড়েছে। তার বিপরীতে কমেছে সাতটির আর অপরিবর্তিত রয়েছে নয়টি কোম্পানির শেয়ারের দাম। এদিন বাজারে মাত্র ৬৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। প্রায় তিনভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে বিমা খাতের শেয়ার। আর বাকি সব খাতের শেয়ারের দাম কমেছে। শুধু তাই নয়, দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে বিমা খাতের ৮ কোম্পানির শেয়ার। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই খাতের শেয়ারের দাম বাড়ায় বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩৫৬টি প্রতিষ্ঠানের মোট ১৪ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৭৮৮টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৩১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ১৬ লাখ ৮৭ হাজার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন দাম বেড়েছে ৬৯টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১০২টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮৬টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৭ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৬ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল রূপালী লাইফের শেয়ার। পরের তালিকায় রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার। ছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আরডি ফুড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং এডিএন টেলিকম লিমিটেডের শেয়ার।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৭ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২২ পয়েন্টে।এদিন সিএসইতে ১৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ৬৫৭টির ও অপরিবর্তিত রয়েছে ৭১টির দাম।

আজ দিন শেষে সিএসইতে ৮ কোটি ৬৭ লাখ ২ হাজার ৮৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ৯৭৭ টাকার শেয়ার।