Date: January 28, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রামে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে স্মারকলিপি প্রদান

পাটগ্রামে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে স্মারকলিপি প্রদান

October 16, 2024 02:12:50 PM   উপজেলা প্রতিনিধি
পাটগ্রামে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে স্মারকলিপি প্রদান

মো. মোস্তফা, পাটগ্রাম:
পাটগ্রাম উপজেলায় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় পাটগ্রাম উপজেলা প্রশাসক নুরুল ইসলাম এর নিকট এ স্মারকলিপি প্রদান করেন উপজেলা ৮টি ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা।

স্মারকলিপি প্রদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুড়িমারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সংস্থা বাইসোর্সের সদস্য সচিব মো. মতিয়ার রহমান, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসানুজ্জামান হাসান, বাউরা ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম এবং দহগ্রাম ইউনিয়ন পরিষদের নারী সদস্য রুনা লায়লা প্রমুখ।

তারা জানান, বর্তমান পরিস্থিতিতে ইউপি সদস্যদের অপসারণের চেষ্টা না করার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।