মো. মোস্তফা, পাটগ্রাম:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পাটগ্রাম উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করে।
শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় পাটগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলোর দিশারী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ বশিরুজ্জামান, পাটগ্রাম মডেল বিদ্যা নিকেতনের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ব্রাক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, আলেয়া শিশু নিকেতনের প্রধান শিক্ষক হামিদা বেগম এবং তাহেরা বিদ্যাপীঠের অধ্যক্ষ আহসানুল হাবিব।
সভায় সভাপতি নূরে আলম সিদ্দিকী শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি, ভবিষ্যতে যেন এই বৈষম্য আর না হয়, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”