Date: December 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রাম উপজেলা নির্বাচনে ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ

পাটগ্রাম উপজেলা নির্বাচনে ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ

May 13, 2024 07:41:22 AM   উপজেলা প্রতিনিধি
পাটগ্রাম উপজেলা নির্বাচনে ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ

মো. মোস্তফা, পাটগ্রাম, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপি ও জালিয়াতির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মির্জা সাইরী তানিয়া।

শনিবার (১১ মে) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তানিয়া।

লিখিত বক্তব্যে তানিয়া দাবি করেন, গত ৮ মে  নির্বাচনের ভোট গণনার সময় আমার পদ্ম ফুল প্রতীকের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়। ভোটে জালিয়াতি করতে কেন্দ্রে পছন্দমতো প্রিসাইডিং অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন মাধ্যমে জানতে পারি টাকার বিনিময়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোট কেন্দ্র দখল করে জালভোট প্রদান করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভোট চলাকালীন এবং এখনও আমাকে ও আমার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। দুর্নীতি ও কুকীর্তি জনসাধারণের মধ্যে তুলে ধরলে আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হচ্ছে। এসময় তিনি পাটগ্রাম উপজেলা পরিষদের পুনরায় নির্বাচন দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মির্জা সাইরী তানিয়ার স্বামী হিমন প্রধান, পৌর যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি রুপালি খাতুন ও সাংগঠনিক সম্পাদক সুমি ইসলাম প্রমুখ।