Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রামে ক্রয়ের ৩৪ বছর পড়ে জমি দখলে পেলেন ক্রেতা

পাটগ্রামে ক্রয়ের ৩৪ বছর পড়ে জমি দখলে পেলেন ক্রেতা

June 28, 2024 05:27:22 PM   উপজেলা প্রতিনিধি
পাটগ্রামে ক্রয়ের ৩৪ বছর পড়ে জমি দখলে পেলেন ক্রেতা

মো. মোস্তফা, পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে ক্রয়ের ৩৪ বছর পড়ে দখলে পেলেন ক্রেতা আক্তার হোসেন (৬৯)। ৬ বছর চলা মামলার পর জমিটি বুঝে পাওয়ার পর ধান রোপণ করেন তিনি। জানা যায়, ১৯৯০ সালে উপজেলার পানবাড়ি মৌজায় বিআরএস খতিয়ান ৭২ এর দাগ নম্বর ১৬২২৮ এর ২৫ শতাংশ জমি বাহার উদ্দিনের নিকট থেকে ক্রয় করেন আক্তার হোসেন। পরে জমিটি নিয়ে বিবাদের জেরে গত ৬ বছর ধরে মামলা চলে। গতকাল আদালতের রায়ে জমিটি বুঝে পান, তবে মামলা চলমান থাকবে বলে জানা গেছে।