পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন বিধি লঙ্ঘন ও বিভিন্ন বিষয়ে স্বতন্ত্রপ্রার্থী আতাউর রহমান প্রধান এবং নৌকা প্রার্থীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম।
এ সময় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (প্রধান) অভিযোগ করেন, ভোটারদের অনেক হুমকি ধামকি দেওয়া হচ্ছে। ভোটাররা বলছেন আমরা ভোট দিব, আপনি ভোট গুনে নিতে পারবেন তো।
তিনি আরো বলেন, হাতীবান্ধায় একটি লাল নৌকা টাঙ্গানো রয়েছে যেকোনো মুহূর্তে পুড়িয়ে দিয়ে আমাদের প্রতি নির্বাচনে বিধি লঙ্ঘন দায় চাপাতে পারে এবং আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া প্রচারণায় বাধা সৃষ্টি করে যাচ্ছে নৌকা সমর্থিত লোক জন।
অন্যদিকে নৌকার প্রতিনিধি দল পাল্টা অভিযোগ করেন।
উভয় কথা শুনে জেলা প্রশাসক মহোদয় সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার সুপরামর্শ দেন।