মো. মোস্তফা, পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ও বুড়িমারী ইউনিয়নে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ৩০টি নিষিদ্ধ বোমা মেশিন বিনষ্ট করা হয়েছে।
রবিবার ০৭ জুলাই আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিবারনের নিমিত্তে উপজেলা প্রশাসন পাটগ্রাম এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: নুরুল ইসলাম এর নেতৃত্ব নিষিদ্ধ বোমা মেশিনের বিরুদ্ধে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ও বুড়িমারী ইউনিয়নে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর অপরাধের দায়ে একজন কে ২০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান ও ৩০টি নিষিদ্ধ বোমা মেশিন বিনষ্ট করা হয়। অভিযানকালে পাটগ্রাম থানা পুলিশ সহযোগিতা করে।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম জানান, অভিযান অব্যাহত থাকবে। যে কেউ পাথর উত্তোলন চেষ্টা করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।