Date: September 19, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / পেট্রোবাংলার চেয়ারম্যানের অপসারণ দাবি

পেট্রোবাংলার চেয়ারম্যানের অপসারণ দাবি

September 17, 2024 11:52:17 AM   নিজস্ব প্রতিনিধি
পেট্রোবাংলার চেয়ারম্যানের অপসারণ দাবি

তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ‘চোর’ বলায় পেট্রোবাংলার চেয়ারম্যানের অপসারণ দাবি করেছেন তিতাস গ্যাসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে অভিজ্ঞ জ্বালানি বিশেষজ্ঞের পদায়নও দাবি করেছেন তারা।


আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে কর্মকর্তারা এসব দাবি জানান।

বক্তারা বলেন, দুর্নীতিবাজ তৌফিক ই ইলাহী ও নসরুল হামিদ বিপুর সিন্ডিকেটের সদস্য হলেও পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে জনেন্দ্র নাথ সরকার এখনও বহাল তবিয়তে আছেন। অন্যায়ের প্রতিবাদ করায় চেয়ারম্যানের পক্ষ থেকে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের আইনের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিতাসের কর্মকর্তা ও কর্মচারীরা।

তারা বলেন, জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবিলম্বে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন প্রয়োজন। মানববন্ধন থেকে আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার দাবিও জানানো হয়।