Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / পাপন রাজত্বের ইতি, বিসিবর নতুন সভাপতি ফারুক

পাপন রাজত্বের ইতি, বিসিবর নতুন সভাপতি ফারুক

August 21, 2024 06:24:01 AM   ডেস্ক রিপোর্ট
পাপন রাজত্বের ইতি, বিসিবর নতুন সভাপতি ফারুক

স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ এক যুগ পর দায়িত্ব ছেড়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বুধবার বিসিবিকে ইমেইলে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি, বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কখনও খেলোয়াড়দের বিষয়ে, কখনও ক্রিকেটীয় কর্মকাণ্ড বা মন্তব্যের জন্য আলোচিত-সমালোচিত ছিলেন বিসিবির এই সভাপতি।

এদিকে পাপনের পদত্যাগের পর  বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। বুধবার নাজমুল হাসান পাপন সভাপতির পদ থেকে পদত্যাগ করলে নতুন বিসিবি বস করা হয় সাবেক ক্রিকেটার ফরুককে।

এদিনই সকাল ১১টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবির বোর্ডসভা শুরু হয় । এতে পাপনের পদত্যাগপত্র গ্রহণ করে নেওয়া হয়। সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদকে দেওয়া হয় সভাপতির দায়িত্ব।