Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে সরকার নির্ধারিত বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুরে সরকার নির্ধারিত বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

March 01, 2024 12:50:57 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে সরকার নির্ধারিত বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে সরকার নির্ধারিত বেতন  বাড়ানো ও প্রতিমাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় কাঠে মহাসড়কে কাঠে আগুন ধরানো হয়। এতে দুপাশে দীর্ঘ যানজটের তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

শুক্রবার (১ মার্চ) দুপুরে আড়াইটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকান তালহা স্পিনিং মিলস্ লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ করেন।

তালহা স্পিনিং মিলের আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানার শ্রমিকদের প্রতিমাসে ২০ তারিখে বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। আমরা বারবারই প্রতিমাসের ৭তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবি জানালেও কারখানা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করছে না। 
এছাড়াও গার্মেন্টস্ শ্রমিকদের বেসিক বেতন ১৪হাজার ৫০০ টাকা নির্ধারণ করলেও আমরা যারা টেক্সটাইল শ্রমিক হিসেবে আছি তাদের বেসিক বেতন ৭হাজার টাকাই রয়ে গেছে। আমরা এসব বিষয় কারখানা কর্তৃপক্ষের নজরে আনলেও তারা আশ্বাস দিয়েই যাচ্ছেন।

শ্রমিক নুরুল ইসলাম, সেলিম ও তোফাজ্জল  জানান, আমরা এখানে রুম ভাড়া নিয়ে থাকি, পুরো মাসে মুদি দোকান থেকে বাকীতে দৈনন্দিন পণ্য কিনে বেতন পেয়ে বিল পরিশোধ করি। কারখানা থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন না দিলে আমরা ঘর ভাড়া, দোকান বাকী পরিশোধ করতে পারি না। এনিয়ে দোকান মালিক ও বাড়ির মালিকদের কথা শুনতে হয়। আমাদের এই দুর্ভোগের কথা কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার বললেও তারা তা সমাধানে কোন উদ্যোগ নিচ্ছেন না। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।

ঘটনার পরপরই শ্রীপুর থানা পুলিশ, শিল্প পুলিশ পরিস্থিতি মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিয়ে তাদের দাবি  নিয়ে আলোচনা করতে পুলিশ। তাই তাৎক্ষণিকভাবে ভাবে পুলিশের পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্ট লেখা পর্যন্ত  কারখানার আন্দোলন অব্যাহত আছে।