Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জ ইউনিয়ন কার্যালয় পুনরুদ্ধারে বিক্ষোভ, ইউএনও’র তালা

পীরগঞ্জ ইউনিয়ন কার্যালয় পুনরুদ্ধারে বিক্ষোভ, ইউএনও’র তালা

September 01, 2024 02:07:42 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জ ইউনিয়ন কার্যালয় পুনরুদ্ধারে বিক্ষোভ, ইউএনও’র তালা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৬ নম্বর পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় পুনরুদ্ধারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করে কার্যালয়ে তালা দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিক্ষোভকারীদের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দিনভর ইউনিয়নবাসী পুরোনো কার্যালয় পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ করে। তাদের অভিযোগ, তৎকালীন চেয়ারম্যান মাহাবুব আলম ও পৌর মেয়রের যোগসাজশে ইউনিয়ন পরিষদ কার্যালয়টি মাতৃসেবা নামক একটি ক্লিনিক প্রতিষ্ঠানে ভাড়া দেওয়া হয় এবং পরিষদকে একটি দূরবর্তী পল্লী অঞ্চলে স্থানান্তর করা হয়, যা সাধারণ জনগণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান কার্যালয় পুনরুদ্ধার করে তালা লাগালেও, কিছুক্ষণ পর ইউএনও রমিজ আলম প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করতে সেই তালা ভেঙে দিয়ে নতুন তালা লাগান। তিনি নির্দেশ দেন, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেউ কার্যালয়টি দখলের চেষ্টা করবেন না।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।