Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেড়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ, নিহত ১

পীরগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেড়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ, নিহত ১

November 11, 2024 01:15:04 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেড়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ, নিহত ১

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভাকুড়া ধনীপাড়া গ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ সংঘর্ষের সময় আব্দুর রশিদ (৭৫) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একই ঘটনায় একই পরিবারের সাতজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আহতরা হলেন আমজাদের স্ত্রী সাথী বেগম, মাসুদের স্ত্রী বিউটি, জীবনের স্ত্রী তানিয়া আক্তার, মালিকের স্ত্রী সুমাইয়া, আলীর স্ত্রী লাকি, আনোয়ার হোসেন, ও মাসুদ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বসতবাড়ির রাস্তা নিয়ে আব্দুর রশিদ ও তার পরিবারের সাথে প্রতিবেশী আরমান, গোলাম রসূল, আবুল, মাসুদ এবং আনসারুলের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয় সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি। প্রথম দফায় সংঘর্ষ হলে আব্দুর রশিদ থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করে থানায় বসার পরামর্শ দেন। তবে পুলিশ চলে যাওয়ার পরপরই আরমানের পরিবারের সদস্যরা আব্দুর রশিদের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে।

আগুন নেভাতে গিয়ে আব্দুর রশিদকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় প্রতিপক্ষ আরমান গ্রুপের লোকজন গা ঢাকা দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন থানার তদন্ত কর্মকর্তা ওসি বিদ্যুৎ কুমার।