Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

পীরগঞ্জে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

May 30, 2024 01:35:54 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

এ এইচ লিটন:
পীরগঞ্জ উপজেলায় ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার গভীর রাতে ঝড় বৃষ্টির ফলে ধানক্ষেত ভুট্টাক্ষেত অন্যান্য ফসল, ঘর-বাড়ি বিদ্যুতের খুঁটি উপরে পরেছে। এছাড়া গনিরহাট উচ্চ বিদ্যালয়ের বিল্ডিংয়ের টিনের চালা উড়ে গেছে।

গত বৃহস্পতিবার সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় ক্ষয়ক্ষতির চিত্র। কিছু এলাকায় অসহায় পরিবারের বাড়িঘর ভেঙ্গে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দিতে ক্ষতিগ্রস্ত পরিবারের নামের তালিকা তৈরি করছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, জাবরহাট কোষা রানীগঞ্জ, হাজিপুর ইউনিয়ন সহ বেশ কিছু এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় সহায়তার করার কাজ করছি।

পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বাচ্চু মিয়া জানায়, ঝড়ের কারণে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি উপরে পরেছে তার ছিঁড়ে গেছে ট্রান্সফার্মার ক্ষতি হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় । যত দ্রুত সম্ভব সংযোগের কাজ চলছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ জানান, ঝড়ের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং ক্ষতিগ্রস্ত হওয়ায় তা তালিকা করে নির্মাণ করা হবে।