পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
পীরগঞ্জে পুকুরে ডুবে রাফিয়ার (৪) ও সাফা আক্তার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফিয়ার দেলোয়ারের পুএ ও সাফা আক্তার সুমনের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে শিশুদের পিতা-মাতা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ওই দুই শিশু বাইরে খেলা করছিল। কিছুক্ষণ পরে তাদের শিশু সন্তানদের দেখতে না পেয়ে খোঁজাখোঁজি শুরু করেন পিতা-মাতা। একপর্যায়ে বাড়ির অদূরে পুকুরের পানিতে শিশুদের ভাসতে দেখে প্রতিবেশীরা। পরে মৃত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ।