Date: December 03, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

পীরগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

September 14, 2024 01:48:33 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় এক বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু খুন হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের ভেতরে রাসেল ও শহীদ নামে দুই বন্ধু নেশা করতে যান। নেশাগ্রস্ত অবস্থায় কথাকাটাকাটির জের ধরে শহীদ হোসেন তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। পরে খুনি শহীদ নিজেই পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন। পুলিশ রাতেই শহীদকে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও মরদেহের সন্ধান পায়নি। পরদিন শনিবার সকালে এলাকার এক কৃষক ধানক্ষেত পরিচর্যা করতে গিয়ে শালবনের পাশে রাসেলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত রাসেল ঠাকুরগাঁও সদর উপজেলার কাবডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং খুনি শহীদ একই উপজেলার জরি নারায়নপুর গ্রামের আজিজুলের ছেলে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম জানান, আটক শহীদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে থানা কর্তৃপক্ষ জানিয়েছে।