পীরগঞ্জ সংবাদদাতা, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত এলাকা থেকে রবিবার সন্ধ্যায় ৪ জনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মোবাইল ফোন, নগদ অর্থ ও একটি ব্যবহৃত মোটরকার জব্দ করা হয়। আটককৃতদের বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবির দানাজপুর ক্যাম্পে গিয়ে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ দিনের কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তরা হলেন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার কোহিনুর ইসলামের পুত্র রাব্বি (২৫), নুরুল হুদার পুত্র আহাম্মদ তানভীর হুদা (৪৫), সাজু মিয়ারের কন্যা লামিসা আক্তার নুপুর (১৮) এবং আলতাব হোসেনের কন্যা মুক্তা বেগম (১৯)।
বিজিবি ক্যাম্পের ইনচার্জ জানান, আটককৃতরা বাংলাদেশ-ভারত সীমান্তে মাদক সেবন করে মাতলামি করছিল। খবর পেয়ে বিজিবির হাবিলদার দীনবন্ধু সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মাদকাসক্ত অবস্থায় আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, আইফোন মোবাইল, নগদ অর্থসহ ব্যবহৃত মোটরকার জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের জেল হাজতে পাঠানো হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।