পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের আয়োজনে রবিবার সকাল ১১টায় থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম, উপজেলা জামায়াতের আমির বাবলুর রশিদ, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ রায়, এবং আদিবাসী উন্নয়ন ফোরামের নেতা কাজেন্দ্র নাথ প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে সকল ধর্মের ও শ্রেণি-পেশার মানুষকে একত্রিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারকে সহযোগিতা করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার আহ্বান জানান।
সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।