Date: January 20, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

December 03, 2024 01:04:07 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

পীরগঞ্জ সংবাদদাতা, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহরে একটি র‍্যালি বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শহীদদের স্মরণে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম। আলোচনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা আইনজীবী সমিতির আইন বিষয়ক সম্পাদক ও পীরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির বাবুল হোসেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম এবং উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি প্রভাত সমীর শাহজাহান প্রমুখ।

বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই এবং মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে পীরগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত হয়। মুক্তির আনন্দে চারদিকে লাল-সবুজের পতাকা উড়িয়ে উল্লাস করেন মুক্তিকামী মানুষ।

২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এ অঞ্চলের নিরীহ মানুষের ওপর নির্মম নির্যাতন চালায়। পীরগঞ্জেও তারা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে গ্রামবাসীর বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট করে। এ সময় হানাদাররা ডা. সুজাউদ্দিন, অধ্যাপক গোলাম মোস্তফা, ব্যবসায়ী আব্দুল জব্বার, আতিউর রহমানসহ সাতজনকে ধরে নিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের জামালপুর ভাতারমারি ফার্ম এলাকায় নিয়ে যায়। সেখানে তাদের নির্মমভাবে ব্যানেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করে।

পরে মুক্তিযোদ্ধারা পীরগঞ্জে প্রবেশ করে স্বাধীনতার পতাকা উড়ান এবং এলাকাকে শত্রুমুক্ত করেন। ২০১৪ সাল থেকে পীরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ দিবসটি উদযাপন শুরু হয়। এর পর থেকে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় পালন করে আসছে।