Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পীরগঞ্জের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

March 26, 2024 02:54:53 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
পীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্য উদ্য় সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ এর সূচনা হয়। পরে 
মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ও শহিদ বীর মুক্তিযোদ্ধা মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকল ৯টায় সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে  আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে  আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, থানা অফিসার ইনচার্জ খাইরুল আনাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী প্রমুখ।

এছাড়াও চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়।