পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
পীরগন্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিবাদ্য নিয়ে গত সোমবার পীরগঞ্জ সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠ প্রাঙ্গনে সকাল ৯ টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তলোনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রফেসর মোঃ বদরুল হুদা, অধ্যক্ষ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ কামরুল হাসান, উপাধ্যক্ষ, মোঃ একরামুল হক, সহযোগী অধ্যাপক, প্রফেসর মোঃ আব্দুস সোবহান, সাবেক অধ্যক্ষ, প্রফেসর মোঃ আব্দুল মতিন, সাবেক অধ্যক্ষ, পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক প্রমূখ। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।